এ-বেলা ঘুমিয়ে পড়ি, ও-বেলায় জেগেটেগে উঠে
তোর চোখে লেপে দেবো বালিয়াটি জমিদার বাড়ি
তোর বুকে গেঁথে দেবো জলদিঘি, সিংহ-প্রাসাদ
এ-বেলাটা মেনে থাক । এসো ঘুম শোও আড়াআড়ি ।


আমার জনক রোজ’ই মা’কে রেখে এভাবে ঘুমোতো
এরকম আশ্বাস ও মা’তে ছিলো ভালোবাসা তার
মিথ্যে সে-আশ্বাস, মা’র আজো রিফু’র কামাই
অর্ধেক মিথ্যে ও অর্ধেক মা কাজেই জননী আমার !