আগরবাতির ঘ্রাণে ঘ্রাণে
দিওনা বিদায় অশ্রুম্লানে-
ডাক দিয়াছেন স্রষ্টা মোরে
যাইবার পালা আসমানপানে।


বাবার কাঁধে আমার গাড়ি
বুকটা জুইড়া আহাজারি-
আমার লাইগা কাইন্দা মরে
রইছে মায়ে কাফন ধরি।


বোইনডার হইছে বদ্ধ জবান
চারিপাশে ভাসছে কোরান-
আইসা পড়ছে মোল্লা সাহেব
ছিটাইতেছে আতর-লোবান।


কাইন্দোনা আর মাগো আমার
সময় অহন হইছে যাইবার-
চোখটা মুইছা দুরুদ পড়ো
স্বপ্নে আমি আসমু আবার।


ব্যর্থ জীবন, ভুলে ভরা
কত্ত রঙ্গের স্বপ্নে গড়া-
মায়ারজালে আবেগ মাখি
সুখ-সুখ করি পড়লাম মারা।


কান্দা-কাটি ফালায় থুইয়া
খোদার আইন মাইনা লইয়া-
দোয়া কইরো আমার লাগি
বরেণ যেন স্বর্গ দিয়া।