তুমি বানাও,বারণের বিশাল প্রাচীর
সব হারিয়ে,ব্যথাতুর হৃদয় পাথর
তোমার আত্মচিৎকার,হারিয়ে গেলে কখনও
নিজের গোরস্থানে,ঠাঁই পাবে মন-কবর?
একাকীত্ব কখনও সাময়িক স্বস্তির,
একা চলতে চলতে,যাবে কতদূর?
মানুষ সঙ্গহীন থাকতে পারে না সহজে,
সম্পর্ক,ভালোবাসা ছাড়া,এ জীবন রূঢ়।
তুমি বলো,তোমার কাউকে চাইনা
তুমি একাই যথেষ্ট,ছুটে চলো আগে -
নিজেকে প্রশ্ন করে দেখ,ভাবো
শেষযাত্রাতেও ,চারটে কাঁধ অন্তত লাগে