দেখেছো কখনো
মশকীর প্রেম
রক্তদাতার সাথে?
রক্তের ঋণে
আশে-পাশে ঘোরে
যায়না অন্য পাতে।
এক থাপ্পড়ে
মেরে ফেলি তারে
রক্তে রাঙাই হাত
পাশবিক সুখ
জানায় ক্ষণিকে
আমিও পশুর জাত।