পায়ের তলায় বেহেশ্ তো, তাঁর
পায়ের যত্ন করিনি,
ঝাপ্ সা চোখের হাতটা সময়ে  
সময়ে হয়তো ধরিনি।
ঘড়ি থেমে গ্যাছে, বলেছেন, আমি
ঘড়িটা এখনো সারিনি,
মশারা ভীষণ জ্বালায় তাঁকে, শুনেছি,
থাপ্ ড়ে মারিনি।
জুতো বানাবার চামড়াটা গায়ে, জুতো তো
বানানো হয় না,
কত কিছু আমি পারি নাই, তাও,
কিচ্ছু কখনো কয় না।