কষ্ট না পেলে কবিতা হয়না
যা হয় তা যেন পরোটা,
সব কিছু ঠিক শুধু মায়া নাই
বারোটা বেজেছে বারোটা।
তেষ্টার আগে পানিপান করে
তেষ্টা মেটানো যায় না,
প্রলম্বিত শোকের সাগরে
সব পায়, শোক পায় না।
ময়দায় জোটে ঘোলের মজা
আর কিছু আমি চাই না,
আটপৌরের বারোয়ারি স্বাদে
অমৃত খুঁজে পাই না।