কাগজ,কলম
সিগারেট নিয়ে
ভাবছি আর কি বাকী,
দেবদূত যায়,
পারিনা ঠেকাতে,
চুপচাপ বসে থাকি।
ডাইমেনশন
প্রতারণা করে
দেখতে পাইনা কিছু,
নিশ্চিত জানি,
স্বর্গের সব,
আজ তার পিছু পিছু।