ভাল লা‌গা য‌দি ‌চেহারায় শুরু 
‌শেষটা কোথায় বল্ তো? 
অতল অ‌শেষ কোন কিছু নয় 
‌নিভ‌তো আশারা জ্বল‌তো। 
দর্শণধারী, গুণ‌বিচারী 
ফর্মূলা ম‌নে আ‌ছে তোর? 
‌চেহারার দো‌ষে গুণ মরে মা‌নে
মাকাল ফ‌লে আ‌জো ঘোর। 
তুই থে‌কে তু‌মি প‌দোন্ন‌তি, 
ফর্মূলা গি‌লে ম‌রে‌ছো,
‌চেহারা ছাড়াও আ‌রো কিছু ‌খোঁ‌জো 
যা তু‌মি সৃ‌ষ্টি ক‌রে‌ছো।