একটাও নাই বল‌বো না আ‌মি
‌নিশ্চয়ই তারা আ‌ছে,
সূ‌র্যের কিছু ঝলক যেমন
অ‌নেক মে‌ঘের মা‌ঝে!
ঝল‌কের ম‌তো হঠাৎ জু‌টে‌ছে
অধরা সু‌খের দেখা,
সুখ ব‌ড়ো কম, কষ্ট বে‌শি
অতীত থে‌কে শেখা।
বর্তমা‌নের সন্তান, থা‌কি
সূ‌র্যের কাছাকা‌ছি,
অন্ধকা‌রের দগ্ দগে দাগ্ ,
‌দে‌খে যাও বেঁ‌চে আ‌ছি।