দম্ কা হাওয়া রা ভেত‌রে বাই‌রে
সবার নজর কা‌ড়ে,
প্র‌তি‌বেশী থে‌কে দূ‌রে দূ‌রে থা‌কি,
বাসাটা পদ্মাপা‌ড়ে।
গ্যাস নাই, চুলা জ্বালা‌তে পা‌রি না,
দোকানপাটও দূ‌রে,
দম্ কা হাওয়ার পি‌রি‌তে মোমটা
নো‌টিশ ছাড়াই ম‌রে।
ধূমপান আ‌মি ক‌রিনা বিধায়
লাইটার নাই সা‌থে,
ভাবলাম আ‌মি আজ‌কে থাক‌বো
দিয়াশলাই এর রাতে।
এক‌টি বাক্স, এক‌টি শলাকা
নাটকীয়তা‌কে বাড়ায়,
বা‌ক্সে ওটাই ব্যর্থ শলাকা
নাটকীয়তাও ছাড়ায়।
সারারাত ধ‌রে আ‌লো জ্ব‌লে নাই,
শংকা রা কড়া নাড়ে,
দি‌নের বেলার আ‌লোক পার‌লে
চুবাই পদ্মাপা‌ড়ে।