জ‌টিল কোন কু‌টিল ছ‌কে
আমার মানুষ যখন ঠ‌কে
দাবাও তা‌রে কেমন ক‌রে
‌কেমন ক‌রে শা‌ন্তি পাই
'বাংলা' যখন চো‌খের বা‌লি
গ‌র্জে ও‌ঠে বাঘ বাঙা‌লি
‌শ্লোগানগু‌লো হয় ক‌বিতা
"রাষ্ট্রভাষা বাংলা চাই"।
পঁ‌চিশ তা‌রিখ ভয়াল রাতে
‌বেজন্মা এক পশুর জা‌তে
ঘু‌মের দেশে চালায় বু‌লেট
ঘু‌মের দেশের গল্প শেষ,
বাঘ বাঙা‌লি আবার জা‌গে
যুদ্ধ শুরু রাজারবা‌গে
অ‌নেক ত্যা‌গের বি‌নিম‌য়ে
‌তোমার আমার বাংলা‌দেশ।
আবার যখন শোষণ চ‌লে
স্বাধ‌ীন দে‌শে স্বাধীন ব‌লে
বায়ান্ন বা একাত্ত‌রের
যখন কোথাও হয়না ঠাঁই,
অমন মু‌খে মাখাই কা‌লি
‌দে‌শের মা‌লিক বাঘ বাঙা‌লি
আস্তাকুঁ‌ড়ে বাদ বাকীসব
বাঘ বাঙা‌লির মৃত্যু নাই।