ফুলে ফুলে ওড়ে প্রজাপতি,
যেন প্রেম-প্রেম খেলা তার,
মধু আহরনে মৌমাছি হয়
বদনামে ভাগীদার।
ময়নার আছে টেপ রেকর্ডার,
সাবধানে মুখ খুলবে
সারারাত শেষে বাদুড়-সমাজ
উল্টো-ফ্যাশনে ঝুলবে।
লেবাসের ধোঁকা,বাস্তবে ফাঁকা,
বক্-ধার্মিক বলবে,
কাদা বাদ দিয়ে পানি নেয় তাই
রাজহাঁস হয়ে চলবে।
কোকিলের মাঝে কাকের ছানা,
কোকিলার পরকীয়া
কবুতর তুমি পালতে পারো,
মাশরাফি পালে টিয়া।
“বুলবুলিতে ধান খেয়েছে,
খাজনা দেব কিসে”
বাংলার পাখি দোয়েল দ্যাখো
বাংলার আকাশে মেশে।