‌তিন‌দি‌নে দেই
একটা ক‌বিতা,
একটা ক‌বিতা নাই,
আর্দ্রতা খুঁ‌জি
মানু‌ষের মা‌ঝে,
ব্ল‌টিং পেপার পাই।
প্রবল গর‌মে
হা‌রি‌য়ে‌ছে নদী
শু‌কি‌য়ে গি‌য়ে‌ছে মন
‌ছোট‌লোকী ক‌রে
পার‌বে না তু‌মি
রাখ‌তে রাজার ধন।
‌কি‌প্টে‌মি করা
ব্ল‌টিং পেপা‌রে
আর্দ্রতা শোষা ভয়,
এই পৃ‌থিবীর
‌তিনভাগ না‌কি
বৃহৎ জলাশয়!