তালকানা

তালকানা
কবি
প্রকাশনী এক রঙা এক ঘু‌ড়ি
প্রচ্ছদ শিল্পী ঘু‌ড়ি টিম
স্বত্ব ক‌বি
উৎসর্গ অরুণাভ রহমান অঞ্জন
প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ সংস্করণ ১ম
বিক্রয় মূল্য ২৬৫/=
বইটি কিনতে চাইলে এখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত বর্ণনা

তাল নির্ভর কাব্য

ভূমিকা


তালকানা" মূলতঃ এক‌টি তাল নির্ভর কাব্যগ্রন্থ। অ‌নেক প‌ন্ডিত ব্য‌ক্তি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত নি‌য়ে আমাকে নানারকম পাঠ দেয়ার চেষ্টা ক‌রে‌ছেন। আমি বাধ্য ছা‌ত্রের ম‌তো শু‌নে গে‌ছি এবং বিন‌য়ের সা‌থে সগ‌র্বে নি‌জের প‌থে চ‌লে‌ছি। আ‌মি দর্শন‌কে ক‌বিতায় চাই। দর্শন‌কে ঠিক রাখ‌তে যে‌য়ে কখ‌নো কখনো দে‌খি মাত্রার যাঁতাক‌লে তাল ঠিক থা‌কে না। এমন সৃ‌ষ্টির দরকার আমার নেই। দর্শন হ্যাঁ, তাল হ্যাঁ, মাত্রা ঠিক থাক‌লে ভা‌লো, ত‌বে ঐ দু‌টো ঠিক রাখার জন্য মাত্রা ঠিক না থাক‌লেও চল‌বে।

এটাই ফারহাত আহ‌মেদ।