বাংলা ভাষায়
বেঈমানীকে
“মীরজাফরী” বলি
এই নামটা
কেউ রাখেনা
পাশ কাটিয়ে চলি।
মীরজাফরের
প্রেতাত্মারা
নানান রূপে আসে
কেউ রাজাকার,
কেউবা সুশীল,
সংস্কারের চাষে।
‌কোন্ টা ভা‌লো
‌কোন্ টা খারাপ
আমরা সবাই জা‌নি,
জানার প‌রেও
একটা ধারা
‌মিথ্যা কথা মা‌নি।
সমস্যাটা
ঐ‌তিহা‌সিক
আজ‌কে নতুন নয়,
‌মো‌টি‌ভে‌টেড
‌ডে‌ডি‌কে‌টেড
‌কিংবা তা‌লে কয়।