নিচুস্ব‌রে চ‌লে আলাপন য‌তো,
স্বরটা বাঁ‌চি‌য়ে রাখ‌বে,
সপ্তমী চড়া ব‌সে যাওয়া গলা,
শোনার পর সে হাঁক‌বে।
শুক‌নোয় দে‌খি ছাতা হা‌তে ঘো‌রে,
বরষায় ওটা টানা‌বে,
সমাধান রা‌খে হা‌তের মু‌ঠোয়,
মানা‌নো লাগ‌লে মানা‌বে।
হন্ হ‌নে নয়, নিভৃ‌তে রয়,
চি‌লে তার কান নেয়‌ না,
খাবা‌রের শুরু, লড়াই এর শেষে,  
এছাড়া সময় দেয় না।