মন্ত্র বা ছক্ না জে‌নেই মা‌ঠে
বুকটা চি‌তি‌য়ে গি‌য়ে‌ছি,
হার‌তে হার‌তে, মা‌ঠে নামা মা‌নে
হার‌কেই বুঝে নি‌য়ে‌ছি।  
পরাজয় আঁকা পুতুল ভাগ্যে
মানুষ হ‌য়ে হাসলাম,
বুকটা চি‌তি‌য়ে এক‌দিন মা‌ঠে  
"পার‌বো না" ব‌লে আসলাম।
"পার‌বো না" ব‌লে পার‌ পা‌বো না
পার‌তে যখন হ‌বেই,
"না" শোনার যত বদ্ অভ্যাস
ছাড়ান্ দি‌য়ে‌ছি ক‌বেই।
সবগু‌লো অড্ দে‌খে‌ছি, প‌ড়ে‌ছি
শি‌খে‌ছি, শু‌নে‌ছি, গু‌নে‌ছি,
ময়দানে পা দেখ‌লে বুঝ‌বে
জিতবোই, ছক বু‌নে‌ছি।