পাক হা‌য়েনারা
কু‌রে কু‌রে খায়
ছ‌লে ব‌লে জাঁতাকলে,
উ‌নিশ তা‌রি‌খে
বাঙা‌লি আস‌লো
ভারত পালা‌বে ব‌লে।
হাজা‌রে হাজ‌া‌রে
এ‌সে‌ছিল তারা
সব বয়‌সের লোক,
‌গৃহস্থ হয়
শরণার্থী
বাংলা‌দেশ এর শোক!
‌পোড়ামা‌টি নী‌তি
বাঙা‌লি‌কে না‌কি
উ‌চিত শিক্ষা দিবে,
‌সে‌মি অ‌টো নি‌য়ে
হা‌জির তারা
দুই ট্রাক এক জীপে।
সকাল দুপুর
দ‌ুই‌বেলা তারা
অ‌নেক পূণ্য কামা‌লো,
এগা‌রোটা ‌থে‌কে
‌তিনটা অ‌ব্দি
একটা নরক নামা‌লো।
‌কেউ ব‌লে দশ
‌কেউ ব‌লে বা‌রো
হাজার হাজার লাশ,
ভদ্রায় ভরা
স্তুপের গন্ধে
আট‌কে আস‌ছে শ্বাস!
‌নিরীহ পুরুষ
অবলা নারী,
‌শিশুও বাদ যায় না,
‌ভি‌ক্টিম ছি‌লো
আমার স্বজা‌তি
প্রধান আসামী হা‌য়েনা।
‌কোথায় কখন
এমন ঘট‌লো
আমায় খু‌লে বল্ না?
একাত্তরের
‌বিশ এ মে
চুকনগর, খুলনা।