কোথাও নেভাই কোথাও জ্বালাই
আগুন অন্ধকা‌রে,
জাগতাম সব স্বপ্নের মা‌ঝে
মধ্যরা‌তের প‌রে।
প‌া‌ঠোদ্ধা‌রে সরল ক‌রে‌ছি
যা ছিল এঁ‌কে‌ বেঁ‌কে,
‌দি‌নের বেলা ঘুম পে‌ড়ে‌ছি,
রা‌তের বেলা জে‌গে।
মূর্খ কখ‌নো একলা আ‌সে না,
আসে তারা দ‌লে-ব‌লে,
পূণ্যও সব পাপ হ‌য়ে যায়
ছায়ার অভাব হ‌লে।
ম‌নে নেই  ঠিক
কি কি কি ক‌রে‌ছি,
‌কি ছিল আমার পাপ,
না বোঝার দা‌য়ে
রাতারা‌তি আ‌মি
হ‌য়ে যাই অ‌ভিশাপ !