বুঝলাম এই আকাশ তোমার
ছাদ, মা‌নো ভূ‌মি, ভূ‌মি‌কে,
উদারতা নিয়ে ভাব‌তে ঠোকর,
প্রশ্ন শু‌নে‌ছি, "তু‌মি কে ?"
বাটাবা‌টি শেষ, আকাশ পা‌বো না
উচ্চতা না‌কি হয়‌নি,
কাঙ্গা‌লের ম‌তো ভূ‌মিটা চে‌য়ে‌ছি,
কেউ তো পা‌বো না কয়‌নি!
ভূ‌মি পে‌য়ে ভূ‌মি ধুলি‌ভিটা ক‌রে
বসত্ স্তম্ভ গা‌ড়ি,
সাধ আর সাধ্য মি‌লে না, মিলাই,
দাঁড়ায় আমার বা‌ড়ি।
একটা বাড়ির স্ব‌প্নে ওড়াই
আশার লক্ষ ফানুস
একটা বাড়ি ঘর হ‌য়ে যায়,
থাক‌লে ঘ‌রের মানুষ।