হা‌তে হা‌রি‌কেন মোবারক, আ‌মি
এমন কোথাও যাইনা,
রসটুকু সব চে‌টে খাই, হা‌ড়ি
ভাঙ্গার দায় চাইনা।
এর তার ঘা‌ড়ে পা রে‌খে উঁচু‌তে
তর্ তর্ ক‌রে চড়লাম,
এর তার দো‌ষে ওপর থে‌কে
ধপ্পাস ক‌রে পড়লাম।
যেমন আচার আচরণ, ম‌তি
গ‌তি ছি‌লো কাজ কর্ম,
ধপ্পাস প‌ড়ে বু‌ঝে নি‌ও এই
ক‌বিতার সারমর্ম।