কা‌লি নি‌য়ে কিছু বাঁদর ব‌সে‌ছে,
এখা‌নে ওখা‌নে মাখ‌ছে,
সন্ধ্যার ট্রেন, প্যা‌সেঞ্জার‌কে
হুই‌সেল ছে‌ড়ে ডাক‌ছে।
আয়ু নি‌য়ে সভা শকুনতলাতে,
শকুন, শকুনি ভি‌ড়ে‌ছে,
ক‌র্পো‌রে‌টের আগ্রাস‌নে
একান্ন তার ছিঁ‌ড়ে‌ছে।
মুরগির খোঁজ শেয়াল রা‌খেনা,
বল‌লেই কেন মান‌বে?
কথাটার পি‌ঠে কথার মা‌নে,
এ‌কে অন্য‌কে টান‌বে।