ইতরা‌মি কেউ
কর‌লো না হয়
এখন তু‌মি
কর‌বে কি?
তক্তার ওপর
‌পে‌রেক মা‌রো,
মনটা তোমার
ভর‌বে কি?
থাপ্পড় মেরে
মাফ চাই‌লে
হাস‌তে হাস‌তে
মাফ ক‌রো,
এক মা‌ঘে শীত
যায়না মান‌লে,
টা‌র্মিনা‌লে
লাইন ধ‌রো।
আঙুল বাঁকা,
উঠান বাঁকা,
বাঁকা চাঁদের
সব জা‌নি,
সা‌পের পাঁচ পা,
ব্যা‌ঙের স‌র্দি,
এখন আ‌মি,
সব মা‌নি।