দুধ‌চোর কেউ শেয়ালমশায়,
হাত পা‌তে কেউ কে‌নে না ;  
সারারাত তার পাহারার ভার,
যু‌দ্ধে যু‌দ্ধে দিনরাত পার,
তে‌লেসমা‌তির কিচ্ছু জা‌নেনা,
বুক পা‌তে, পিঠ চে‌নে না।


কোথায়, কি পা‌বে, জানা নেই তার,
আহাম‌রি কোন জাতে না ;    
বেকু‌বের ম‌তো অন্ধভক্ত,
ঘা‌য়েল হ‌লেও দেখায় শক্ত,
শুঁ‌কে শুঁ‌কে চ‌লে খাবা‌রের খোঁজ,
হাত নাই, হা‌ত পা‌তে না।