‌সি‌নেমায় দে‌খি
মুখ দি‌য়ে তার
আগুন ঝ‌রে,
উল্টা পাল্টা
লাগ‌লে আমার
ইচ্ছা ক‌রে...


সি‌নেমার মতো
ড্রাগন হ‌য়ে
আগুন ঝরাই ,
অ‌প্রিয় সব
সত্য ব‌লে
মিথ্যা ধরাই।


এটার ওটার
দোহাই শোনার
সময় কই ?
রাঙা চোখ‌কে
‌চোখ রা‌ঙ্গি‌য়ে
শত্রু হই।  


ড্রাগন আর আ‌মি
এক জায়গায়
আপন ভাই,
‌ভেত‌রের আগুন
‌উগ‌রে বাই‌রে
সব পাঠাই।