হামবড়াই এর গর্জন শু‌নি,
চুপচাপ দে‌খে যাই,
ঘাব‌ড়ে দেয়ার নাচন কুদ‌নে
ন্যায্য পাওনা চাই।
একমু‌ঠো মা‌টি, স্বাধীন দেশটা
কিংবা মা‌য়ের ভাষা,
পাতা উল্টাও, ই‌তিহাস পা‌বে
যু‌দ্ধে যু‌দ্ধে ঠাসা।
যা কিছু আমার, কিচ্ছু পাই‌নি,
সব নি‌য়ে‌ছি‌লো কে‌ড়ে,
যু‌দ্ধের মাঠ, পূর্বপুরুষ,
কখ‌নো যায়‌নি ছে‌ড়ে।
বীর বাঙা‌লি যু‌দ্ধে হা‌রে‌নি,
যু‌দ্ধে জবাব দি‌লো,
সব সব সব, আমার হ‌য়ে‌ছে,
যা কিছু আমার ছিল।