পন্থীরা শুধু আ‌সে যায় তারা
কখ‌নো এ ঘ‌রে ও ঘ‌রে,
‌কেন কি কার‌ণে তারটাই ঠিক
বিশদে বয়ান ক‌রে।
‌কেউ কেউ মা‌নে, দাবড়ায় কেউ
‌লো‌কে যে  কত কি কয়!
একলা পন্থী ঘু‌রে ফি‌রে প‌রে
‌দোকলা তেকলা হয়।
সফল, বিফল সব ঘরানার
গন্ধ আকা‌শে বাতা‌সে
ফ‌লোয়ার ছাড়া কোন বেইল নাই,
পন্থীরা যায় আ‌সে।