তখন চ‌লে মু‌ক্তিযুদ্ধ,
যোদ্ধা শপথ নি‌য়ে,
কাঁ‌ধে বন্দুক, হাল বায় তারা,
তা‌দের গবাদী দি‌য়ে।
     : চারলাইন/৭১ পঁয়‌ত্রিশ


স্বজা‌তির অ‌নেক খুঁ‌জে পাই নাই
তন্য তন্য খুঁ‌জি,
গণকব‌রের হাড় ব‌লে দেয়,
আর পা‌বো না বু‌ঝি।
   : চারলাইন/৭১ ছ‌ত্রিশ



পা‌রে নাই তাই ছোবল মা‌রে আমার ক‌লিজায়,
পাক হানাদার হারার আ‌গে আমার সবটা চায়।
এ‌কের পর এক বু‌দ্ধিজীবী নাই হ‌য়ে যায় দ্যাখ্ ,
বাংলা‌পি‌ডিয়া বল‌ছে তাঁরা এক এক এক এক।
      : চারলাইন/৭১ সাঁই‌ত্রিশ


ভেতর কা‌লো, বাই‌রে তারা দেখ‌তে শুভ্র, শুভ্রা,
যুদ্ধ পোষাকে একাত্ত‌রে, খা‌লিগা‌য়ে মা‌ঠে আমরা।
সাঁ‌জোয়া ট্যাং‌কে আমা‌দের খোঁ‌জে, পোড়ামা‌টি নী‌তি চল‌বে,
বাঙা‌লির কা‌ছে পাওয়া পাঠ পাক্ , জনম জনম বল‌বে।
    : চারলাইন/৭১ আট‌ত্রিশ


রাজপু‌ত্রেরা ঐপা‌রে যা‌বে,
ঐ পা‌রে দরকার,
অস্ত্র শস্ত্র যে হা‌তে সে হাত,
উঁচু ক‌রে পা‌নি পার।
      : চারলাইন/৭১  ঊনচ‌ল্লিশ


মুক্তি‌যোদ্ধা রাজপু‌ত্রেরা
ল‌ড়ে‌ছে উজাড় ক‌রে,
রাজকন্যাও পিছপা না হ‌য়ে,
দাঁড়ায় অস্ত্র ধ‌রে।
    : চারলাইন/৭১ চ‌ল্লিশ


মন্বন্তর নয়,
পাক্ হা‌য়েনার ভয়,
একাত্ত‌রে অশী‌তিপ‌রের
যাত্রা দেখ‌তে হয়।
    : চারলাইন/৭১ একচ‌ল্লিশ


হা‌তে বন্দুক মাথার ওপর,
তৃ‌প্তির নিঃশ্বাস,
একাত্ত‌রের জয় বাংলায়
বাঙা‌লির উল্লাস।
    : চারলাইন/৭১ বিয়া‌ল্লিশ


পু‌ড়ে যায় ঘর, উ‌ড়ে যায় ব্রীজ
লাশ পাই সবখা‌নে,
ধ্বংসস্তু‌পের মধ্য থে‌কেও
বাঙা‌লি দাঁড়া‌তে জা‌নে।
    : চারলাইন/৭১  তেতা‌ল্লিশ


জনম জনম বাংলা, বাঙা‌লি
ভালবা‌সে, ভালবাস‌ছে,
জয়বাংলার মানুষ দ্যা‌খো
‌নৌকায় চ‌ড়ে আস‌ছে।
    : চারলাইন/৭১ চৌচ‌ল্লিশ


কি ক‌রে কি হ‌বে ভাব‌লে মনটা,
মনমরা য‌দি হয়,
জাগরণী গা‌নে কন্ঠ‌যোদ্ধা,
আবার দাঁড়া‌তে কয়।
    : চারলাইন/৭১ পঁয়তা‌ল্লিশ


বল্লম, লা‌ঠি, কা‌স্তে যা পায়,
বাঙা‌লি দু'হা‌তে ধ‌রে‌ছে,
"যা কিছু আ‌ছে তাই নি‌য়ে" জা‌তি,  
মু‌ক্তিযুদ্ধ ক‌রে‌ছে।
    : চারলাইন/৭১  ছিচ‌ল্লিশ


তান্ডব নি‌য়ে প্রলাপ ব‌কিনা,
এখ‌নো মিথ্যা শু‌নি,
ভাঙা‌চোরা খু‌লি এক‌জোট ক‌রে
একটা একটা গু‌নি।
    : চারলাইন/৭১ সাতচ‌ল্লিশ


একটা তারার নাম জা‌নি যার
কথা হয় অ‌বিরাম,
বাংলার আকা‌শে জ্ব‌লে দি‌নে রা‌তে,
তারামন তার নাম।
    : চারলাইন/৭১ আটচ‌ল্লিশ


মারবার সব আ‌য়োজ‌নে ঠাসা
একাত্ত‌রের জন্মকাল,
বাঁচবার এক খড়কু‌টো ছি‌লো,
বাংলা‌দেশ হাসপাতাল।
    : চারলাইন/৭১ ঊনপঞ্চাশ


তারপর তারা লেখাপড়া ক‌রে
জানায় যুদ্ধ শেষ,
পা‌কিস্তা‌নের পরাজ‌য়ে শুরু
আমার বাংলা‌দেশ।
    : চারলাইন/৭১ পঞ্চাশ