একাত্ত‌রের একটা ছ‌বি
বাংলা বনাম পা‌কিস্তান,
লু‌ঙ্গি খু‌লে লিঙ্গ দ্যাখে
হিন্দু না‌কি মুসলমান।
   : চারলাইন/৭১   এক


জলাভরা দ্যা‌খো বাঙা‌লির লাশ
ব‌লে তারা, "এ‌তো ধ‌রো না" ,
আ‌মি তো বিচার চে‌য়েই  যা‌চ্ছি
তু‌মি তো বিচার ক‌রো না !
     : চারলাইন/৭১ দুই


পোড়ামা‌টি নী‌তি বাস্তবায়‌নে
পাকবা‌হিনীর গুণ,
‌রিক্সাচালক, রিক্সারোহী,
বাঙা‌লি সবাই খুন।
   : চারলাইন/৭১  তিন


একাত্ত‌র" আজ বু‌কের ভেত‌রে
এখ‌নো আগুন জ্বল‌ছে,
এক মা'র কো‌লে দুই সন্তান
ঘটনা কিছু কি বল‌ছে ?
   : চারলাইন/৭১  চার


ইয়া‌হিয়া খান একাত্ত‌রে,
‌চে‌য়ে‌ছি‌লো কা‌লো রাত,
বাঙা‌লির দে‌শে বাঙা‌লি হওয়াটা
‌প্রাণঘাতী অপরাধ।
   : চারলাইন/৭১  পাঁচ


চ‌লে যাও তু‌মি, থ‌তো ম‌তো খে‌য়ে
বল‌তে শু‌নে‌ছি "এ‌ কি !"
পড়ে থাকা লা‌শে থম্ কাও, আ‌মি
পূর্বপুরুষ দে‌খি।
     : চারলাইন/৭১  ছয়


একাত্ত‌রের শকুনগু‌লো
কোথাকার আমদানী?
বাঙা‌লির লাশ, শকু‌নের পাল
শকুন পা‌কিস্তানী।
   : চারলাইন/৭১  সাত


মা‌ঠের এপা‌রে নিরীহ বাঙা‌লি
হায়েনার হা‌তে ম‌রে,
দ‌ড়ি দি‌য়ে বেঁধে টান‌ছে স্বজা‌তি
ওপা‌রে নেয়ার ত‌রে।
    : চারলাইন/৭১  আট


পা‌কিস্তা‌ন যে আস্ত মাকাল
একাত্ত‌রে শে‌খো‌নি ?
অ‌নেকগু‌লো ই‌টের মা‌ঝে
আমার ভাই‌কে দ্যাখোনি?
    : চারলাইন/৭১  নয়


সম্পর্কটা জা‌নি‌নি, জা‌নিনা,
দুই বাঙা‌লি ধর্ ,
বাঙা‌লির লাশ, বাঙা‌লির কো‌লে
সালটা একাত্তর।
   : চারলাইন/৭১  দশ


আমার বোন‌কে মে‌রে ফে‌লে
প‌থে, হাত মুখ বেঁ‌ধে রা‌খে,
ভুল‌তে দিও না একাত্ত‌রের
জারজ হা‌য়েনাটা‌কে।
    চারলাইন/৭১  এগা‌রো


বাঙা‌লি হওয়ার অপরা‌ধে পাক্
‌খেল‌লো নিঠুর খেলা,
নিড়া‌নি লা‌গি‌য়ে তীর খুঁ‌জে পায়
আমার লা‌শের ভেলা।
   : চারলাইন/৭১ বা‌রো


কত পোড়ামা‌টি চাও ?
গৃহস্থ সব শরণার্থী,
রে‌খে আ‌সে ঘ‌রে কষ্ট আ‌র্তি,
ঘ‌র-বা‌ড়ি ছে‌ড়ে ঘ‌টি-বা‌টি হা‌তে বল‌বে কোথায় যাও ?
    : চারলাইন/৭১  তে‌রো


শেল্ গু‌লো সব চার্জ করা শেষ,
আ‌শেপা‌শে প‌ড়ে তাই,
তারা দুই ভাই, চারপা‌শে শেল্
জামা আ‌ছে, প্যান্ট নাই।
    চারলাইন/৭১  চৌদ্দ


অ‌গ্নিগ‌র্ভে শ্লোগান শেখাও,
ঘুম চ‌লে যাক্ অ‌চিন্ পু‌র,
বাঙা‌লি জাগ‌লে হায়না পালায়
অ‌নেক অ‌নেক অ‌নেক দূর।
    : চারলাইন/৭১  প‌নে‌রো


ট্যাংক আর ভ্যান, ট্যাংক আর ভ্যান
দুই‌টি দুই‌টি চার‌টি,
ভ্যান গা‌ড়িটায় যুদ্ধজয়ীরা
ট্যাং‌কা‌রে হারু পা‌র্টি।
   : চারলাইন/৭১  ষো‌লো


গৃহস্থ হয় শরণার্থী,
একাত্তরের সুখ,
হাঁটুজল নদী কখনো কোমর,
কখনো বা পেট বুক।
     : চারলাইন/৭১  স‌তে‌রো


মনোরম হয় অতি নারকীয়
একাত্তরের শোক,
ওখানে ঘুমিয়ে আমার দেশের
নিরস্ত্র সব লোক।
     : চারলাইন/৭১  আঠা‌রো


কোনমতে দুই , তিন বন্দুক,
পাক তাতে হতবুদ্ধ,
একটা গ্রেনেড, অনেক সাহস
একটা গেরিলাযুদ্ধ।
     : চারলাইন/৭১  উ‌নিশ


বাঙালি মারতে দারুণ মজা,
নিরস্ত্র তাই ভাল্লাগে,
একাত্তরে হায়েনাকূলের
শকুন হওয়ার শখ্ জাগে।
       : চারলাইন/৭১  বিশ