তুব্ ড়ি ছুটাই গা‌লি‌তে গা‌লি‌তে
ঘেন্না থাক্ বে   থাক্ ,
পঁ‌চি‌শের রা‌তে শিশু‌কে হত্যা
গা‌লি‌তে গা‌লি‌তে পাক্ ।
      : চারলাইন/৭১  একুশ



ক্ষ‌ত্রিয় নও, তবুও যোদ্ধা
‌কোথাও মে‌লে না সূত্র,
একাত্ত‌রের রণাঙ্গ‌ণে
তু‌মিই রাজপুত্র।
     : চারলাইন/৭১  বাইশ


হা‌য়েনার দল একাত্ত‌রে
বাই‌রে ঠে‌লে‌ছে পা,
সন্তান সহ বন্দুক হা‌তে
‌ঘোমটা ঢাকা মা।
    : চারলাইন/৭১  তেইশ


ম‌ন্ত্রের নাম স্বাধীনতা, তু‌মি
জা‌তি‌কে জাগাও নেতা,
বাঙা‌লি‌ জা‌তি‌কে  বাংলা দি‌য়ে‌ছো
তু‌মি তাই তার পিতা।
     : চারলাইন/৭১  চ‌ব্বিশ অথবা চারলাইন বঙ্গবন্ধু


হৃদয় ভে‌ঙ্গে‌ , জীবন কে‌ড়ে‌,
ঠ‌কি‌য়ে ঠ‌কি‌য়ে মে‌পে‌ছো,
হা‌র্ডিঞ্জ যদি বোমায় ওড়াও,
পার পে‌য়ে যা‌বে ভে‌বে‌ছো ?
      : চারলাইন/৭১  পঁ‌চিশ


জার‌জের দল একাত্ত‌রে
আমার বোন‌কে ছা‌ড়ে‌নি,
বিজয় পে‌য়ে‌ছি, বোন‌কে পে‌য়ে‌ছি
কিচ্ছু নজর কা‌ড়ে‌নি।
    : চারলাইন/৭১  ছা‌ব্বিশ


স‌বে নয় মাস কিন্তু মু‌ক্তি,
‌যোজন যোজন দূর,
‌যোদ্ধার কাঁ‌ধে যোদ্ধার লাশ,
সালটা একাত্তর।
     : চারলাইন/৭১ সাতাশ


দেশটা বাঁচা‌তে দে‌শের মানুষ,
এ‌সে‌ছি‌লো সব ছে‌ড়ে,
‌দে‌শের মানুষ দে‌শে যায় ফি‌রে,
পা‌কিস্তান‌কে গে‌ড়ে।
    : চারলাইন/৭১ আঠাশ


মা‌টি খুঁ‌ড়ে কেউ সোনা, রূপা পায়,
কেউবা অতীত কাল,
যু‌দ্ধের পর আ‌মি খুঁড়ে পাই,
‌খু‌লি আর কংকাল।
     : চারলাইন/৭১ ঊন‌ত্রিশ


আমার রাজস্ব‌তে কে‌নো,
‌তোমার বুট, বুট পা‌লিশ,
আমার গা‌য়েই বু‌টের লা‌থি,
‌কি‌সের স‌ন্ধি, সা‌লিশ !
    : চারলাইন/৭১ তি‌রিশ


তাঁরা চার ভাই, চার বাঙা‌লি,
নানান বো‌ধের বোদ্ধা,
কাঁ‌ধে বন্দুক, মু‌ক্তিযুদ্ধ,
তখন মু‌ক্তি‌যোদ্ধা।
   : চারলাইন/৭১ এক‌ত্রিশ


দুই হাত, চোখ, সব সব বাঁধা,
মু‌ক্তি‌যোদ্ধা স‌ঙ্গে কার ?
হানাদা‌রের ত‌ল্পিবাহক,
একাত্ত‌রের রাজাকার।
    : চারলাইন/৭১ ব‌ত্রিশ


একাত্ত‌রে বাঙা‌লি মা‌নেই
গু‌লি‌তে গু‌লি‌তে শেষ,
জে‌নেভার কথা জে‌নেভায় থাক্ ,
আমার বাংলা‌দেশ।
     : চারলাইন/৭১ তে‌ত্রিশ


য‌দি শোন তু‌মি আমার মা বোন
একাত্ত‌রে ম‌রে‌ছে,
শু‌নে যাও তারা হা‌তিয়ার হা‌তে
মু‌ক্তিযুদ্ধ ক‌রে‌ছে।
    : চারলাইন/৭১  চৌ‌ত্রিশ