চি‌নিমাখা মুখ, দৈ‌ত্যের ক্ষুধা,
মুখ দে‌খি, ক্ষুধা দে‌খিনা,
চি‌নি গা‌লি হয়, গা‌লি খে‌য়ে ক্ষুধা,
মেটাই, শিক্ষা শি‌খিনা।
কূয়া থে‌কে পা‌নি পাইনা, উল্টা,
দাস দাসী, আ‌মি তু‌মি,
অ‌শেষ তৃষ্ণা, পা‌নি ঢে‌লে ঢে‌লে,
সবুজ আজ মরুভূ‌মি।
দাস দাসী গা‌লি খা‌বেই, তবুও
সে‌ন্সিং কিছু রোষ !
দৈ‌ত্যের দাসী যখন দৈত্য,
ঘ‌সে‌টির, কি কি দোষ ?