‌কোন্ মোহনায় কি ভাষা সচল,
জান‌লে বিপদ হয় না,
সংশপ্তক তা কেন জান‌বে,
কয় কোপ খায় কয় না।


মান্নার গাওয়া "দূ‌রে দূ‌রে রই"
বেসু‌রো গলায় গাই,
গাই‌লেও দূ‌রে থাক‌তে পা‌রিনা,
বেসু‌রো বেহায়া তাই।


আ‌লোর বাগা‌নে হৈ হু‌ল্লোড়,  
তোমার অনুষ্ঠা‌নে,
সন্তর্প‌ণে না যে‌তে বল‌লো,
কে যেন আমার কা‌নে।


তারপ‌রো আ‌মি আমার কথাটা
জানা‌তে সেখা‌নে গেলাম,
যা দেখার দে‌খে, কিচ্ছু না ব‌লে,
কোপ খে‌য়ে চ‌লে এলাম।


আ‌লোর বাগা‌নে যা কিছু নীরব,
সবটুকু আজ আমার ;
বাদবা‌কি সব হৈ হু‌ল্লোড়,
তোমার, তোমার, তোমার।