কোন এককালে
ফুটবল পায়ে
ম্যারাডোনা হয়ে খেলতাম
জন্টি-র মতো
“কেউ পারবে না”
ক্যাচগুলো ধরে ফেলতাম।
সোহেল রানা-র
থেকেও বড়ো
আর কেউ নয় জানতাম
বন্দে আলী-র
রূপকথাকে
সবার সেরা মানতাম।
আবাহনী আর
মোহামেডানে
নিশ্চয়ই কিছু চাইতাম
ডাক পড়লেই
চিৎকার করে
“আলাল-দুলাল” গাইতাম।
ব্ল্যাকবোর্ড আর
চকের মতোই
ছোটকাল বড়ো স্পষ্ট
দেহ-মনে আজ
“গ্রে এরিয়া”
ক্রমাগত বাড়ে  কষ্ট।