বাবা আদ‌মের সন্তা‌ন সব
একসু‌রে গান গাই‌বে,
আঁ‌টি ধ‌রে ধ‌রে যতই বোঝাও
শয়তান কি তা চাই‌বে?
‌হিত ‌বিপরীত কথা বার্তারা
ছ‌ড়ি‌য়ে ছি‌টি‌য়ে আছে,
নানা রঙ হ‌য়ে ঘো‌রে তারা ঘো‌রে
তোমার আমার মা‌ঝে।
দূ‌রে কেন যাও, দূ‌রে কেন যাও?
ঘ‌রেই ক‌তো চক্কর,
কথার সা‌থে  কথার যখন
পারমান‌বিক টক্কর!
বহুমত মা‌নে বহু‌লোক নয়,
জবরদ‌স্তি চ‌লে না,
আদম সুমা‌রী সংখ্যা ব‌লে,
সত্ত্বার কথা ব‌লে না।