‌কোন কোন মুখ 
দেখ‌লে রা‌গে 
মাথায় রক্ত ও‌ঠে, 
‌কোন কোন মুখ 
‌দেখ‌লে মু‌খে 
কথাদের খৈ ফে‌া‌টে। 
‌কোন কোন মুখ 
পরম‌প্রিয়, 
ভীষণ আদর লা‌গে, 
‌কোন মুখ ফের 
জ্বালায়, পোড়ায় 
‌বিনা নো‌টি‌সের আগে। 
রকম‌ফে‌রে 
মানুষ‌ভে‌দে 
‌তিতাও মি‌ষ্টি হয়,
আদম সুরত 
আদম‌ ভে‌দে 
নানান কথা কয়।