“ভালবাসি” বলে আমার নৌকা
যতই ভাসাও পানিতে,
নশ্বরভূমে চলবেনা গাড়ি
অবিনশ্বর বাণীতে।
বেশ্যার রূপে তার সাক্ষাৎ,
সূর্য অস্তাচলে,
দেবীর প্রতিমা ভাসাই আমি
দুই নয়নের জলে।