বকলম তো‌কে বল‌তে চাই‌নি
এম‌নি আ‌ছিস ক‌ষ্টে,
ভাবলাম আ‌মি ইগ‌নোর ক‌রি
যা তোর আ‌ষ্টে পৃ‌ষ্ঠে।
রাণী ব‌লে যারা ঘি‌রে ছিল তো‌কে
‌তা‌দের সবাই চোর,
‌নিন্দার ঝড় তবু থামালাম
যত পচা কাজ তোর!
নানা কূল থে‌কে অ‌ভিশাপ সব
‌তোর মাধ্য‌মে আস‌তো,
‌কিছু সতীর্থ, বুঝবি না তুই
মরার আ‌গেও হাস‌তো।
ভা‌লো হ‌য়ে যা, ভা‌লো হ‌য়ে যা,
ক্রমাগত ব‌লে চ‌ল‌ছি,
ভা‌লো হ‌তে কোন পয়সা লা‌গে না,
বকলম, তো‌কে বল‌ছি।