কাল কি হ‌বে জানা নেই তাই,
হবার আ‌গেই বল‌ছি,
‌জি‌তি বা হা‌রি যা-ই হোক ‌তোর
আশায় আশায় চল‌ছি।
আবার সে‌দিন এ‌সে গে‌ছে কাল
ই‌তিহাস আ‌মি গড়‌বো,
চে‌য়ে দ্যাখ্ ক্ষত বিক্ষত তবু,
তোর জন্য লড়‌বো।
কতবার তোর কা‌ছাকা‌ছি গি‌য়ে,
খা‌লিহা‌তে ফি‌রে এ‌সে‌ছি,
‌তো‌কে নি‌য়ে আর কা‌রো উৎস‌বে
‌তো‌কে আ‌রো ভাল‌বে‌সে‌ছি।
জাত,কূল,প্রথা কিচ্ছু ভা‌বি‌নি,
‌সোনার না‌কি তামার,
কাল যা-ই হোক,আজ সবে জা‌নে
আ‌মি তোর, তুই আমার।


                ২৭/০৯/২০১৮