উনার হা‌তের আঙ্গুল, সা‌থে
কুসুম গরম পা‌নি,
তিনার পা‌য়ের আঙ্গুল, পা‌শে
পা‌নের পিকদা‌নি।
‌চিপায় চিপায় চিপায় চিপায়
আঙ্গুল যায় পা‌নি,
কদমযুগল রোমা‌ঞ্চিত!
অ‌নেক মে‌হেরবানী।
‌বিপর্য‌য়ে ব‌াঙা‌লি এমন
বিজাতীয় সুখ দে‌খে‌ছে,
শাসন শোষণ লুটপাট ক‌রে
পরাধীন ক‌রে রে‌খে‌ছে।
খেদমতগার "পা চাটা কুত্তা",
বাঙালি অ‌নেক স‌য়ে‌ছে,
বীর বাঙা‌লিকে দাবাও ক্যাম্ নে ?
বাংলা স্বাধীন হ‌য়ে‌ছে।