ক‌নিষ্ঠ নেয় রা‌জ্যের ভার,
বড়‌কে টপ‌কে টপ‌কে,
আওরঙ‌জেব ,অ‌শোকা নয় সে
উঠ‌লে চম‌কে চমকে?
দেবযানী ক্রো‌ধে শুক্রাচার্য
যযা‌তি‌কে ক‌রে অ‌ভিশাপ
‌গোপ‌নে গোপ‌নে ফের বি‌য়েটাই  
যযা‌তির হ‌লো যত পাপ।
জরায় জরায় ‌পে‌রেশান হ‌য়ে
মু‌ক্তি খুঁজ‌লো যযা‌তি,
জরাদা‌নে জরামুক্তির ফে‌রে
পড়‌লো না কোন স্বজা‌তি।
সবাই সবার মুখ ফেরা‌লো
ক‌নিষ্ঠজন ছাড়া,
জরাদান ক‌রে যযা‌তি যুবক
দীর্ঘজীবন ঝাড়া!
বহু‌দিন প‌রে যযা‌তি আবার
কষ্ট ফেরত নেয়
আজ্ঞাবাহী ক‌নিষ্ঠ‌কে
রাজ্যশাসন দেয়।
এখান থেকেই গ‌ল্পে জোটে
একটা নতুন শুরু,
একটি বংশ, একটা রাজা,
নাম‌টি তাঁহার পুরু।