বংশের ভাষা ব্যবহার বলে
কষ্টের ভাষা কান্না,
ধ্বংসের ভাষা যুদ্ধ হলে
রাঁধুনীর ভাষা রান্না।
শত্রুর ভাষা বঞ্চনা হলে
বন্ধুর কোন ভাষা নেই,
শর্ত ছাড়াই বুক পেতে দেয়,
আশা নেই,তবু যাওয়া নেই।
দেনাদার বলে,“আমি সুন্দর”
নাছোড়বান্দা,হ্যাংলা,
পায়ে ঠেলে সব বুকে টানে মা,
মায়ের ভাষা ‘বাংলা’।