সা‌পে কাটা নি‌য়ে ভেলায় বেহুলা,
মরা যেন যায় বাঁচা‌নো,
ধরা খে‌তে হয়, হ‌বেই, ডিজাইন,
এমন ক‌রেই সাজা‌নো।
বেহুলার ম‌তো আমার হয়‌নি,
অত সুখ কা‌রো সয় না,
প‌থেই পথটা হারাই, হা‌রি‌য়ে,
ঘ‌রে আর ফেরা হয় না।