কুকুরের নাক,বিড়ালের হাঁটা,শিয়ালের মত ধূর্ত
রং বদলায় যেন গিরগিটি,টিকটিকি নামে ঘুরতো।
কোকিলের গলা,বাঘের শৌর্য,কিংবা সিংহ হৃদয়
কোনটাই নাই,কারো জানা নাই,অস্ত কখন উদয়।
কচ্ছপ-ফেল ধৈর্যের সাথে বাজের তীক্ষ্ণ দৃষ্টি
পলায়নে দেয় হরিণের দৌড় থোড়াই রোদ বা বৃষ্টি।
ময়নার মত মিথ্যা বলেনা চোখ রাঙানির পরেও
পায়রার মত বার্তা যোগায় ঝক্কি হজম করেও।
রাজা-উজিরের আশেপাশে থাকে ভরপুর সব তথ্যে
হুঁশিয়ারি দেয় আগাম বার্তা,কলকাঠি নেপথ্যে।