আর কেউ যদি কোনকিছু বলে
লক্ষ্মীর মতো শুনবে
আমি যদি বলি শুনবেনা তুমি
“দূরাত্মা-ছল্” বুনবে।
“ঐখানে তুমি যেও না” বললে
লক্ষ্মীর মতো বসবে
ঐখানটায় যাবেই যাবে,
মোক্ষম প্যাঁচ কষবে।
সিনেমা,খাবার কিংবা পোষাক,
আমি বললেও হয়না
সবকিছু হয় অন্যে বললে,
তখন স্পিকটি কয়না।
তোমার যুদ্ধে অনেক বাতাসে
বেকুব জ্বালায় আলো
পক্ষ বদলে হয়ে গেলে তুমি
শত্রুর চোখে ভালো।
“ভালোবাসা মোরে ভিখারী করেছে”
বলবো না খালি খালি,
“ভালোবাসা” আজ আমার কাছে
ডট্ ডট্ কোন গালি।