ভাষণ শোনার ভাগ্য হয়‌নি,
মা‌ঠের মানুষ মা‌ঠে,
রবাহূত হ‌য়ে মু‌ক্তিযু‌দ্ধে
নয় মাস তাঁর কা‌টে।
কাগজ তোলার সময় হয়‌নি,
মা‌ঠের কাজ যে ম্যালা !
ওটাই না‌কি সা‌র্টি‌ফি‌কেট,
এখন ওটাই খেলা।
চি‌নি ব‌লে তাঁ‌রে ডাকলাম আ‌মি,
জানলাম তাঁর কথা,
আগাছা‌কে নি‌য়ে বটবৃক্ষের,
নাই কোন মাথাব্যথা :
"বঙ্গবন্ধু ডাকায় আ‌মি
মু‌ক্তিযুদ্ধ করে‌ছি,
যুদ্ধ‌ শে‌ষে স্বাধীন দে‌শে
আবার লাঙল ধ‌রে‌ছি।"