এইভাবে নয়, ঐভাবে করো
ওভাবেই সব বসে,
আউট অভ বক্স ভাবলে দেখবে
পান থেকে চুন খসে।
কৃত্রিম কেতা করতে করতে
ভেতরে ভেতরে মরে,
ম্যানারের সব ভিন্ দেশী ভূত
এখনো শাসন করে।
লুঙ্গি পিরাণে হাত দিয়ে খাই,
গামছা কোথায় গেলি!
কোন্ শালাকে করতে খুশি
শুদ্ধ শুদ্ধ খেলি?