হন্ হন্ ক‌রে চ‌লে‌ছি, বু‌ঝিয়ে
গ‌তির সৃ‌ষ্টি রা‌গেই,
ব‌লে‌ছি‌লে খে‌তে গরম গরম
সর্ টা পড়ার আগেই।


এ‌তো দেরী কেন, মুখটা শুক্ নো
কথার উত্ত‌রে,
কুঞ্চন শুধু বাড়‌তো ভুরু‌তে
উত্তর অনাদ‌রে।


জ্বর হ‌লে প‌রে মাঠ ঘাট ছে‌ড়ে
‌বিছানা যখন ভূ‌মি,
পু‌রো দস্তুর ডাক্তা‌রি ক‌রে
জ্বর‌কে তাড়াও তু‌মি।


ছে‌ড়ে ছুঁ‌ড়ে সব যায় চ‌লে যায়,
তু‌মি ছা‌ড়ো নাই,ধরে‌ছো,
ঢাল হ‌য়ে যত প্র‌তিঘাত স‌য়ে
আমায় রক্ষা ক‌রে‌ছো !


মা কে নি‌য়ে তার সন্তান ছ‌বি
আঁ‌কে, এঁ‌কে যায়, আঁক‌বেই,
এরকম আ‌রো শত কো‌টি ঋ‌ণ
অনাদায়ী হয়ে থাক‌বেই।