ভু‌লের ওপর ভু‌লের বাসা,
ভু‌লের অহংকার, 
ভু‌লের ঠু‌লি বুঝ‌তে শেখায় 
ওটাই অলংকার। 
ভু‌লের ম‌া‌ঝে পাপ খুঁ‌জো না, 
ভুল তো ভুলক্র‌মে, 
কা‌র্বো জ‌মে চ‌র্বি হ‌লে 
পাপ হয় ভুল জ‌মে। 
ঠিকগু‌লো তোর সয়না জা‌নি
অ‌নেক দি‌নের স্বভাব, 
ওটাই এখন ম‌হৌষধী, 
ওটার ব‌ড্ডো অভাব!
অ‌নেকগু‌লো ভু‌লের ম‌া‌ঝে 
একটা না হয় ঠিক,
হাতু‌ড়ির বা‌ড়ি ভু‌লের ওপর 
তক্তা পেটা দিক্ ।