বর্ষ‌ণে ভেজা মে‌ঠো পথ দে‌খে
আ‌গেই আভাস পে‌য়ে‌ছি,
সা‌থে লা‌ঠি ছিল, রক্ষা হয়‌নি,
এঁ‌টে‌লে আছাড় খে‌য়ে‌ছি।
বৃ‌ষ্টি বাদল বাতাস পুকু‌রে
থৈ থৈ কৈ খ্যা‌লে,
লজ্জাবতীর অন্ধকা‌রে
লক্ষ জোনাক্ মে‌লে।
বাতাসার লো‌ভে ক্রোশ ক্রোশ হেঁ‌টে
ব‌টের বেদী‌তে ব‌সি,
কল‌সের জ‌লে তেষ্টা মি‌টি‌য়ে
পিঠটা ব‌টেই ঘ‌ষি।
ব‌লে‌ছে, শুনি‌নি, "ঐখানটায়
যা‌বিনা" শু‌নেও যাই,
বীরপুরু‌ষের বীর ভে‌গে যায়,
তারপ‌রে ভয় পাই।