রাখ‌বো, পাল‌বো, ছেঁ‌টেই ফেল‌বো,
ব্যবসা দু'‌দিক দি‌য়ে,
আদর কর‌বো, আঁচড় মার‌বো,
ঘটনা তা‌কেই নি‌য়ে।


‌দোষ নাই তার, তবু তার দোষ
দু‌নিয়ার কত রঙ্গ !
হা‌তের, পা‌য়ের স‌ঙ্গে থাকা
ঘষামাজা অনুষঙ্গ।


চক্ চ‌কি ঠুকে আগুন লা‌গি‌য়ে
চুলকা‌নি আমদানী,
চুলকা‌নি নে‌ভে একটু পর‌শে,
যেভা‌বে আগু‌নে পানি।


রাখ‌বো, পাল‌বো, ছাঁট‌বো, গড়‌বো,
কাট‌বো, দেখার দেখ‌বো,
আঁচ‌ড়ে, আদ‌রে, চুল্ কে  চুল্ কে  
তোমার ক‌বিতা লিখ‌বো।